তোমার চুলের মায়াবী ছোঁয়া
সুধীর দাস
তোমার চুলের মায়াবী ছোঁয়া আমার হৃদয় হাসে
তোমার ঠোঁটের মিষ্টি হাসির মিষ্টি সুবাস ভাসে
নিটোল গালে টোল খেয়ে যায় ফুলে ভরা তুলতুলে
তোমায় ভেবে দিক হারিয়ে সবকিছু যাই ভুলে।
তোমার নাকের নিঃশ্বাস গুলো উষ্ণ উষ্ণ লাগে
কানে তোমার ঝুমকো জবা প্রেমের আভাস জাগে
কন্ঠে তোমার মুক্তোর মালা হীরক ভরা জ্যোতি
তুমি আমার প্রাণের পিয়া জীবন জয়ের গতি।
আঁচল ভরা ফুলে তোমার জুঁই চামেলীর মালা
হাতে তোমার কবোষ্ণ কলাপ ভালোবাসার ডালা
বুকে তোমার রক্ত জবা প্রাণের আবেগ ফুল
তোমায় আমি ভালোবাসি নয়তো মোটে ভুল।
আবেগ ছড়ায় ঝুমকো জবা টসটসে ওই ঠোঁটে
ডাগর চোখে লাল পলাশের রক্তিম আলো ফোটে
চাঁদ মুখে চাঁদের পরী জ্যোৎস্নায় আলোয় ভরা
আমার হৃদয় ভরিয়ে দিয়ে করছে আলো ধরা।
আমার যতো শূন্য ভুবন তোমার প্রেমের দানে
টইটুম্বুর হয়ে ভর আছে ভরা জোয়ার বানে
বাঁধ মানেনা মন মানেনা তোমায় কাছে চাই
তুমি আমার প্রানের আলো তোমার বুকে ঠাঁই।
২৮,০২,২১