তোমাকে ভুলে থাকার জন্য
সুধীর দাস
তোমাকে ভুলে থাকার জন্য অসংখ্য অফুরন্ত কাজ চাই,যে কোনো কাজ!
ফুটপাতে বাদাম বিক্রি, রাস্তার পাশে মাংস বিক্রির কসাইয়ের দোকান
রেলের কামরায় ঝালমুড়ি বিক্রেতা
বিশ্ববিদ্যালয়ের গেটে ফুচকাওয়ালা, অথবা তেল চিটচিটে মুদিখানার হিসাব রক্ষক, নড়বড় মুড়ির টিন বাসের হেলপার
সিনেমা হলের টিকিট কাউন্টারে ব্লাকটিকিট বিক্রেতা
পতিতালয়ের দালাল, সুদখোর মহাজনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বিউটি পার্লারের দারোয়ান
কোন জনবহুল মলের গেটে সারাদিন দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড।
এরকম যে কোন একটি কাজ।
যে কাজের মধ্যে সব সময় তাড়াহুড়া থাকবে, মালিক যখন তখন ইচ্ছে যাচ্ছেতাই বকবে
মাসের শেষ হয়ে গেলেও টেনসনে থাকবো কবে মাইনে পাবো
সেই ফাঁকে তোমাকে শুধু ভুলে থাকবো।
তোমাকে ভুলে থাকার জন্য
ঘুমহীন চাঁদনী রাতের আকাশে অঝোরে ধারায় বৃষ্টি নামুক
অন্ধকার নামুক শিউলি তলায়
হেমন্তের ধানক্ষেতে ইঁদুর আসুক,পোকায় আক্রমণ করুক আমার শস্যখেত
আমার কবিতা কবি মন থ্যেতলে যাক
কলম ধরার বৃদ্ধাঙ্গুল নষ্ট হোক, যন্ত্রণায় ছটফট করবো
যার চিন্তায় তোমাকে ভুলে থাকা যায়।
তোমাকে ভুলে থাকার জন্য
শুকতারা না উঠুক আকাশের গায়
নিরন্নের হাহাকার নামুক পেটে বুকে, চোখে যন্ত্রণা হোক, বুকের ভেতর ব্যথা নামুক, পাঁজর খুড়ে রক্ত ঝরুক।
প্রচন্ড শীতের রাতে শরীরে ঝাকুনি দিয়ে শীত নামুক
আমি শীতার্ত হয়ে উদোম গায়ে পরে থাকবো ঘুমহীন যন্ত্রনায়।
তোমাকে ভুলে থাকার জন্য
দিন রাত চব্বিশ ঘন্টা আমি একটা কাজ চাই
যে কাজের তাড়ায় আমি সারাদিন ডুবে থাকতে পারি
এবং তোমাকে ভুলে যেতে পারি আমৃত্যু পর্যন্ত।
কলকাতা
০৮,১২,২১