তবুও চাতক হয়ে

সুধীর দাস

কোনদিন কি আর দেখা হবে না তোমার সাথে?
রোদের আকাশ ঢেকে গেছে কবে কালো রাতে
বুকভরা যত আশা ছিল মনে গিয়েছে মরে
তুমি নাই হারিয়ে গেছো অজানা এক ঝড়ে।

মালা গাঁথা ফুল ঝরে গেছে বুকভরা অন্ধকার
নিঃসঙ্গ জীবন আমার পাঁজরে শুধু হাহাকার
বাঁশের বাঁশরীর শূন্য হিয়া ছিন্ন বীণার তারে
চোখের জলে কাঁদে মন প্রাণ শুধু বারেবারে।

পলাশ বনে ডাকে না আর বউ কথা কও পিয়া
যন্ত্রণার আগুনে পুড়ে গেছে আজ আমার হিয়া
যতই কাঁদি বেদনা বাড়ে ধুকে ধুকে ওঠে বুক
তুমি ছাড়া আমার জীবন যন্ত্রণাময় অসুখ।

বাহুডোরে তুমি ছিলে ছড়িয়ে ভালোবাসার মায়া
কাছাকাছি পাশাপাশি ছিলো তোমার ছায়া
আজ তুমি বহুদূরে ওই দূর আকাশের ধ্রুবতারা
নিঃসঙ্গ হয়ে  নিঃস্ব আমি তুমিহীন সাথী হারা।

আর কোনদিন তোমার সাথে হবে না আমার দেখা
যন্ত্রণায় পুড়ে পুড়ে শেষ হয়ে যাবো এটা ভাগ্য লেখা
তবুও চাতক হয়ে আকাশ পানে শুধু চেয়ে থাকি
জোছনার আলো মেখে ভালোবাসার স্বপ্ন আঁকি।

কলকাতা
সন্ধ্যা-০৭.০০
০৯,০৩,২২