স্বপ্ন
সুধীর দাস
✍️
সারা জীবন পড়িয়েছি বাংলা!
এখন কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি জুওলজি ম্যাথ ইলেকটিভ ম্যাথ নিয়ে চর্চা করতে থাকবো!সমস্যা কি?
নিউটন ল্যাভেয়েস মাদাম মেরি কুরি হতেও তো পারি!
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবো আর সব সাবজেক্ট পড়াবো!
আরে মশাই,পেশা তো ছুঁচো মারা উকিল,দালাল। তারপর হাতুড়ি ডাক্তার। এরপর আবার কবিতা!
রাজনীতির পাচাটা পেশা তো আছেই।
তো কবি!
আর কত কিছু চাই!?¿
♥️
সুধীর দাস, কলকাতা,১৩ ফেব্রুয়ারি।