সুইসাইড নোট
✍️

সুধীর দাস

একটা মিছিল,রক্তাক্ত রাজপথ
সামনে ব্যারিকেট
পেছনে স্বৈরাচারীর কুত্তাগুলো
তাক করে বসে আছে কাটা রাইফেল।

একটা ড্রেন ডাস্টবিন দুর্গন্ধময়
পাশে ভাগার,মৃত্যুপুরী
একটা কাটা লাশ
উপড়ানো চোখ
মাথার খুলি উড়ে গেছে, গলিত ঘিলু
চাপ চাপ রক্ত, কৃষ্ণকালো গহ্বর, চাঁদের ছায়াপথ
ভেতরে পুঁজ,আরশোলা টিকটিকি, পঁচা জীবাণু।

একটা লম্বা শিমুল গাছ
একটা চোখ বাঁধা মানুষ ঝুলন্ত
দুই হাতে দুই দিকে ফুটন্ত পেরেক,গাছে পেরেকে ঠোকা বুক
বুকের মধ্যখানে একটা বেওনেটের দাগ
এ্যাবরোথ্যাবরো নারী ভুঁড়ি
রক্তেরস্রোত শুকনো শুকনো কালচে!

মৃত্যুর শব,শকুন উড়ছে
পরিচয়হীন লাশ ক্ষুধার্ত শকুনের খাবার।
বিপ্লব আসছে,বিপ্লব শুরু
পরিচয়হীন লাশের রক্তাক্ত বুক পকেটে
একটা সুইসাইড নোট,রক্তাক্ত খাতার কাগজে
কাঁপা কাঁপা লেখা

সুইসাইট নোটে ঠিকানা পাওয়া গেছে
একজন বিত্তহীন উদ্বাস্ত কবির,ভালোবাসার কাঙ্গাল
যার নাম,সুধীর দাস!

✍️
কলকাতা,২১ ফেব্রুয়ারি-২৩