সোনালী ডানার চিল
সুধীর দাস
সবকিছু হারিয়েই আজ আমি একা
ফাগুন আগুন হল কারো নাই দেখা
মন পোড়ে প্রাণ পোড়ে,পুড়ে যায় বুক
তুমিহীন এ জীবন আজন্ম অসুখ।
ভুল বুঝে সব আজ চলে গেছে দূরে
প্রতারণা ছলনায় প্রাণ খুড়ে খুড়ে
সেই প্রাণে লেগে আছে রক্তেরই দাগ
ফাগুন আমার কাছে ব্যর্থতার ফাগ।
তুমি নেই শিরদাঁড়া ভেঙ্গে গেছে খুব
রাতের দিপালী আলো অন্ধকারে চুপ
রাত জেগে বসে থাকি আসে না তো ঘুম
জানালায় বসে বসে দিয়ে যায় চুম।
ভোর হয় আলো হাসে মুখে নাই হাসি
আমার জীবনে আলো ছন্নছাড়া বাসি
বাসি ফুলে মালা গাঁথা হয় না তো আর
আমার ভুবনে বন্ধ হয়ে গেছে দ্বার।
ফাগুনের ফুল ফোটে আমার ফোটে না
শুকনো বাগানে আর ভ্রমর ছোটে না
নক্ষত্র গ্রহ তারায় সেতু দ্বীপ বাঁধে
সোনালী ডানার চিল নীলিমায় কাঁদে।
♥️
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি-২৩