শেষ আকুতি

সুধীর দাস

হারিয়ে যাওয়ার আগে আরেকটু কাছে থাকতে দাও
ঠোঁটের কোণে নামটি তোমার পিয়া পিয়া ডাকতে দাও
জানি মুছে গেছে জীবনের সব
হারিয়ে গেছে জীবনের কলরব
তবুও তোমায় নিয়ে জীবনে একটু স্বপ্ন আঁকতে দাও।

গহন রাত্রি আসার আগে দেখতে দাও তোমার মুখখানি
স্মৃতিগুলো মোছার আগে অঝোর চোখে ঝরুক পানি
তোমার পানে তাকিয়ে থেকে
তোমার ছবি যাবো এঁকে
যেখানে থাকো তুমি তোমার পাশে ছায়ার মত থাকতে দাও।

তোমায় ছাড়া জীবনে আমার নাই কোথায়ও আলো
তুমি যে আমার জীবন মরণ তোমায় বাসি ভালো
শ্মশান যাত্রায় যাবার আগে
রাঙ্গাও আমায় অরুণ রাগে
তোমার কোমল হাত দুটিতে আমার হাত রাখতে দাও।

কলকাতা
বিকাল-০৩.৪৫
১৩,০৩,২২