সেই তো প্রেমিক

সুধীর দাস

দোযখের ওম যখন বুকের চিত্রগুহায় ঢোকে
পাঁজরের রক্ত বুদবুদ তখন কালোসিটে কোকিল

বিবর্তনবাদ চুম্বনে অন্ধকার পৃথিবীর ভেতর
চাঁদের প্রচ্ছায়া উঁকি দেয়
পৃথিবীর গভীরতা মাপে নিঃশ্বাসের প্রাণবায়ু।

আত্মহনানের পথ খুঁজে ভালোবাসা।

পৃথিবীর দেহে বড় ভালবাসার আকাল
তৃষ্ণার তরবারি ব্যবচ্ছেদ করে
বিচ্ছেদের চিত্রলিপি।

অভিমান যখন এক নায়কতন্ত্র হয়
ভালোবাসা তখন রাজপথের আগুনে পোড়ে
প্রবঞ্চনার প্রতিশোধের আকাঙ্খা থাকে না
প্রকৃত প্রেমিকের।

সেই তো প্রেমিক
ভালোবাসায় প্রতারিত হতে হতেও
প্রিয় মানুষটিকে
প্রতিদিন প্রতিবাদহীন
ভালোবেসে যায় আজন্মকাল, অনন্তকাল।

♥️
কলকাতা,রাত ২১ জানুয়ারি -২৩