সংখ্যালঘু-সংখ্যাগুরু
সুধীর দাস

(সনেট:অষ্টক-কখখক, কখখক ষষ্ঠক-গঘগঘগঘ)

অবশেষে ইকবাল সার্থক উঠল
ধর্ম জিতল পুড়ল ধন বাড়ি ঘর
মানুষ হত্যায় পশুসম খর তর
সম্প্রীতির বন্ধন ছিঁড়ে কাঁটা ফুটল

রাজনীতি মারপ্যাঁচ সম্মুখে টুটলো
দেখলাম একবিংশ শতাব্দী বর্বর
ক্ষমতার লোভ সাম্প্রদায়িক দুর্মর
সংখ্যালঘুরা সংখ্যাগুরুতেই ছুটলো।

ধর্মেতে মানুষ হত্যা ইকবাল রোষে
জাতিভেদ রেষারেষি কোন ধর্মে লেখা
অজ্ঞ কবি বারংবার বক্ষ তপ্ত ফোঁসে
খোদা গড ঈশ্বর সম্মুখে দাও দেখা
বিভেদের বিষ উর্মি ঝরো কোন দোষে
সৃষ্টি তবে ধ্বংস কর হোক ভাগ্যলেখা।

কলকাতা
০১,১১,২১