পিছু ডাকে সাঁঝের মায়া
সুধীর দাস
স্বপ্নে দেখি কেওড়াতলা স্বপ্নে দেখি গঙ্গা ঘাট
স্বপ্নে দেখি জীবনের শূন্য খোলা ধূসর মাঠ
স্বপ্নে দেখি রাত্রি জেগে মহকাশের বিরান ভূমি
দূর আকাশে কোথাও নেই নিস্তব্ধ দাঁড়িয়ে তুমি।
আমার চোখে বইছে নদী শ্রাবনের জলের ধারা
নিশার বুকে পাঁজর খুড়ে রক্তময় প্রবাহ খাড়া
কেউ জানে না কবর বুকে তোমার ছবি বাঙময়
নৃত্য করে চিত্ত ভরে গহন তলে অগ্নিময়।
স্বপ্নে দেখি নিমতলাতে যাচ্ছে পুড়ে জীবন খানি
নীলা আঁচলে যায় হারিয়ে পিন্ডদানে গঙ্গা পানি
দূর আকাশে উড়ছে ধোঁয়া মায়াজালের গন্ধতলে
খাঁচার পাখি হাতছানিতে উড়াল দেয় ছন্দগলে।
পিছুডাকের সাঁঝের মায়া দ্বন্দ্ব ভুলে ছন্দ কাটে
অস্তাচলে পথের দিশা মায়া মোহের সূর্য পাটে
ডাকদিয়েছে কালের সাথী অস্তাচলে রবির রেখা
স্বপ্নে দেখি হারিয়ে যাই চলছি পথে একাই একা।
কোলকাতা
রাত-৩.৫১
২৩,০৩,২১