পানি নিয়ে জল ঘোলা
সূধীর দাস
পানি নিয়ে জল ঘোলা বুদ্ধিজীবীর ভাষ্যে
ব্যাপারটা সাম্প্রদায়িক উড়াবে কি হাস্যে?
নিমন্ত্রণ দিলে পরে দাওয়াত আর হবে না
বাংলার অভিধানে কি এ কথাটা রবে না?
দেয়ালে ঠেকেছে পিঠ বাংলা ভাষাটার
গরু মরে গোয়ালে দীন দুঃখী চাষাটার
ঠোকাঠুকি লেগে আছে রাজনীতির মঞ্চে
দেশটার উন্নয়নে আজ শোলা কঞ্চি ধঞ্চে।
ভাগাভাগি স্বার্থসিদ্ধির রাজনীতির পাঠে
পা চাটা কুকুর গুলো নামে ভাগাড় মাঠে
চটপটির চটি চাটা কবিরাও আজকে
ভুলে গেছে ফুল পাখি, ভুলে গেছে লাজকে।
পানি নাকি জল হবে, জল হবে নাকি পানি
এই নিয়ে সুভপ্রসাদ আজ করে টানাটানি
কার ভাগে বেশি পানি কোন ভাগে বেশি জল
এই নিয়ে কুনাল পাত্র করে বেশ কোলাহল।
দাওয়াতের নিমন্ত্রণ দিয়ে দলে বাঁধে ঢেঁড়া
বুদ্ধিজীবীর মনে বিষ আজ দেখি চুলচেরা
ভাষা নিয়ে আমরা যারা করি রোজই চাষ
দাওয়াতে পানীয় জল খাবে?এক্কেবারে বাঁশ।
♥️
কলকাতা,২৫ ফেব্রুয়ারি-২৩