ও রাধা
সুধীর দাস
ও রাধা,বসন্তে আজ পলাশ শিমুল ফুটলো যে
আকাশের মেঘের আঁধার ফর্সা হয়ে উঠল যে
তোমার বুকের বাঁধন খোলো
শ্যামের বাঁশি হাতে তোলো
তোমার মতন বাজাও সুর মত্ত হাওয়া ছুটল যে।
আর সহেনা প্রাণের জ্বালা যমুনার জল নাচে
তোড়া তোড়া হলুদ গাঁদা ফুটে আছে গাছে
এবার তোমার গাঁথ মালা
জুড়িয়ে দাও প্রাণের জ্বালা
তোমায় ছাড়া আমার জীবন কেমন করে বাঁচে!
আকাশ বাতাস কাঁপিয়ে আজ ঝিরিঝিরি হাওয়া
যমুনার জলে তোমায় নিয়ে জল ছলকে নাওয়া
রূপের হাসি ঘোমটা খুলে
নাচো এবার দুলে দুলে
এই বসন্ত চলে গেলে হবে তোমায় পাওয়া?
আর কতকাল করবে তুমি লুকোচুরি খেলা
আমার জীবন তুমি ছাড়া যায় যে কেটে হেলা
রাত কাটেনা দিন কাটেনা
বুক ফাটে তো মন ফাটে না
কেমন তোমার লুকোচুরির বিরহ ছায়ার ভেলা।
রাধা,এই বসন্তে তোমায় ছাড়া প্রাণ বাঁচা দায়
বুকের অরুন করুন হয়ে যে আঁধারলোকে ধায়
বউ কথা কও কোকিল ডাকে
তোমার ছবি বুকে আঁকে
সেই ছবি বুকে নিয়ে আমার সময় কেটে যায়।
♥️
কলকাতা,১৭ ফেব্রুয়ারি-২৩