নিয়তি

সুধীর দাস রূপম

তুমি বসন্ত চাইলে
আমি খুলে দিলাম দ্বার
তুমি মগ্ন চেতনায় তুলে নিলে কৃষ্ণচূড়া লাল পলাশ।

তুমি আকাশ চাইলে
আমি নক্ষত্র এনে দিলাম
দিলাম চাঁদের আলো ফুল পাখি
তুমি আমার বুকে নদী হইতে চাইলে
আমি তোমাকে সাগর উপহার দিলাম।

তারপর,
তুমি একদিন লাল গোলাপ চাইলে
আমি তোমাকে বুকের দুপাশের পাঁজর থেকে খুবলে খুবলে দিলাম
আমার রক্তাক্ত হৃদয়
তুমি গোলাপ হয়ে গেলে!

আমি পরে রইলাম নিস্তব্ধ নিথর
কর্দমাক্ত পরিত্যক্ত ডাস্টবিনে।
♥️
কলকাতা ৩ ডিসেম্বর ২৩