নারী দিবস

সুধীর দাস

ধর্ষণকারী কুকুরগুলো জঙ্গলের পাশে থেকে আজ নারী স্বাধীনতা বলে চিৎকার করবে

পরকীয়ায় আসক্ত নারী ছেলে সন্তান ফেলে রেখে
স্বামীকে লাথি মেরে পালিয়ে গিয়ে বলবে
নারী স্বাধীনতা চাই।

আমি না পুরুষ না প্রেমিকা
আমার কোন স্বাধীন সত্তা নেই

শুধু ভাবি কোন দিকে যাবো
আমার মা বাবার অত্যাচারে আজও ঘরবন্দী হয়ে বাটনা কোটে, রান্না করে ,আমাকে খাওয়ায়
স্বামীর সেবা করে

আমার বোন আজও ছাব্বিশ বছরের যুবতী
পণের টাকা যোগাড় করতে না পারায় আজও বিয়ে হয়নি

অথচ আমি রাজনীতি করি
নারী স্বাধীনতার নামে ব্যালট ফেস্টুন সাজাই
চাঁদা তুলি রক্তদান শিবির করি

কিন্তু নারীর স্বাধীনতা আসে না‌।

কলকাতা ৮ মার্চ ২০২৪