নাইবা হলো চোখের দেখা

সুধীর দাস

হাত ধরে নাইবা হাঁটলাম তোমার পাশাপাশি
ছায়া হয়ে নাইবা থাকলাম চির কাছাকাছি
অন্তরে খুব রাখবো ধরে
বুকের ভেতর আপন করে
নাইবা হলো চোখে চোখে ভ্রমর নাচানাচি!

যতই দূরের আকাশ পাড়ে থাকো তুমি
তোমার হৃদয় হোক শুধু আমার হৃদয় ভূমি
যখন খুশি মনে মনে
ডাকবো তোমায় ক্ষণে ক্ষণে
বুকের ভেতর ধিকিধিকি করবে শুধু তুমি তুমি।

চাঁদের সাথে বলবো কথা বাসো তুমি ভালো
আমার শূন্য পৃথিবী শুধু করে যাবে আলো
কেউ জানবে না জানবো আমি
বাসবো ভালো দিবস যামি
নাইবা হলো চোখে দেখা প্রেমের পরশ ঢালো।

শ্যামের বাঁশি বাজে যদি আমার মনে, ঠোঁটে
নাম ধরে ডেকে যদি তোমার নামটি ওঠে
উতলাতে মনটি যদি কাঁদে
সেই ভালো,ভালো বাসা বাঁধে
ফুল তোলা নাইবা হলো যদি বাগানে ফুল ফোটে।

কোলকাতা
১০,০২,২১