নগ্ন যন্ত্রণার কাছে

সুধীর দাস রূপম

নগ্ন যন্ত্রণার বুকে বেনারসি আলাপ
ট্রয় নগরী ধ্বংস করে দেয় হৃদয়ের

কোকিলের কণ্ঠস্বর কা কা হয়ে যায়
বউ কথা কও পাখি লুকায় প্যাঁচার কোটরে

গাংচিলের স্বপ্ন মিশে যায় নীল আকাশে
সাগরের ঢেউ গোনে মৃত্যুবৎ শ্যাওলার দল
কস্তরী মায়ামৃগ দুঃখের জরায়ু ভেদ করে
প্রসব করে নীল ব্যবচ্ছেদ

আমার আমাকে চিনি না আজ
আজ আমি দুঃখের নীলকণ্ঠ পাখি
শুধু প্রার্থনা,শুধু মোনাজাত
নক্ষত্র আবেগ কেঁদে ফেরে চোখের জলে
বাগানে ফুল ফোটে
আকাশে চাঁদ ওঠে
তারা জ্বলে

আমার বুকে পাথর প্রতিমা
কষ্ট দুঃখ ব্যর্থতা ও শোকের।
♥️
কলকাতা ১ ডিসেম্বর ২৩