নদীটি মরে গেছে

সুধীর দাস

নদীটি মরে গেছে
স্রোতস্বিনী দেবীর কল ছল ছল তান
তার বুক থেকে হারিয়ে গেছে
বুকে পড়ে গেছে বালুচর।

নিস্তব্ধ দীর্ঘ নিঃশ্বাসে তার উড়ন্ত বালুতে তপ্ত আগুনের হাওয়া
পুড়ে যাচ্ছে দুর্বা ঘাস ভালোবাসার কাগজের নৌকা
ফুল পাখি নক্ষত্র তার বুক থেকে হারিয়ে গেছে
অনন্তের পরপারে।

নদীটি মরে গেছে
জীবন থেকে ঝরে গেছে ফুলের পাপড়ি
শ্বেত হৃদয়ে রক্তাক্ত কমল ফোটে
শুকিয়ে যায় বারবার
ঝরা পাতার শুকনো আঁচলে
বেঁধে রাখে গাংচিলের স্বপ্ন

উদার আকাশ তাকিয়ে থাকে নিঃসঙ্গ নিরব।

♥️
কলকাতা-১৩.০৩.২৩