মন খারাপের কৃষ্ণচূড়া

সুধীর দাস

"পারিনা তো মন খারাপের মেঘ সরিয়ে হলুদ রঙ্গে ঢেকে দিতে
পুকুর জলে কৃষ্ণচূড়ার ছায়া এঁকে মন বসন্তের গোলাপ নিতে"
এই যে আমার পাথর বুকে হাজার রকম দুঃখের কাঁটা
এক পলকেই সরিয়ে দিয়ে পারিনা তো সামনে হাটা।

মন খারাপের ধূসর আকাশ সারাবেলা নাই যে আলো
রোদেলা সব বিষাদ দুপুর অন্ধকারে থাকে কালো
সাদা কদম ডিমের কুসুম স্যাঁতসেঁতে সব শহর ভরা
বর্ষা নামে চোখের তারায় ছমছমিয়ে আলোর ধরা।

নিথর জীবন বুকের ভেতর অগ্নি দহন কালের দুপুর
শিরায় শিরায় খান্ডব দাহন শরীর পোড়ে নগ্ন নুপুর
ছায়াছায়া আলোর মেলা ঝাপসা লাগে চোখের তারা
বৃষ্টির হাওয়া ভাসায় বুকে কষ্টের ভেলায় ছন্নছাড়া।

দিঘির জলের পদ্মপাতায় মত্ত মাতাল বৃষ্টি ঝরে
বুকের শহর নিরব নির্জন একলা একা কান্না করে
কান্না ঝরা চোখের আঁচল কেউ কি আছো মুছে দিতে
পাল্টে দিয়ে এই জীবনকে আপন আলোয় কাছে নিতে?

(কবিতার শব্দ ঋণ:প্রিয় কবি তাহমিনা সুলতানা।
উৎসর্গ:প্রিয় কবি তাহমিনা সুলতানাকে।)

কলকাতা ৩ জুলাই ২০২৪