মন বসে না কোন কাজে
সুধীর দাস
শীতের ঝরা পাতা শেষে
রঙে রঙে ফাগুন এলো
পলাশ শিমুল আগুন ধরে
মনটা করে এলোমেলো।
ফুলে ফুলে প্রজাপতি
পাখা দুলে দুলে নাচে
এমন দিনে তুমি ছাড়া
জীবন কেমন করে বাঁচে।
দিনের বেলা রঙিন রঙিন
রাতে ভরে চাঁদের আলো
মনটা কেমন উদাস উদাস
প্রাণটা যেন অগোছালো।
ডালে ডালে কোকিল ডাকে
ফুলে ফুলে বাগান ভরে
হিমেল হিমেল হাওয়ায় হাওয়ায়
পাতায় পাতায় শিশির ঝরে।
বসন্ত আজ সবার প্রাণে
মাতাল করা প্রাণের মাঝে
একলা একা বসে থাকি
মন বসে না কোন কাজে।
কলকাতা ১৫ ফেব্রুয়ারি ২৪