মাতৃহীনা

#সুধীর_দাস

মেয়েটা দুঃখ রান্না করে ভাই পাশে কাঁদে
অভুক্ত দুটি শিশুর মুখ বিষন্ন হাহাকার
পাঁজর খুড়ে রক্ত ঝরে বেদনা অপার
নিঃসঙ্গ পৃথিবীতে বাবা বাঁচার স্বপ্ন বাঁধে।

মায়াজাল ছিড়ে গেছে মায়ের ভালোবাসা
পিতার স্নেহ কি মাতৃহীনাদের পর্যাপ্ত হয়?
মুমূর্ষু পিতার অকাতর আকুতি, পরাজয়
জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ব্যর্থ আশা।

মেয়েটা দুঃখ রান্না করে আগুন তাপ টলমল
ছেলেটা দিদির পাশে দাঁড়িয়ে থাকে নির্ভয়
যন্ত্রণাকাতর পিতা প্রেমহীন ক্লান্ত দুঃখময়
ছেলেটা মেয়েটার চোখে জল নিরব ছলছল।

ছেলেটা নিরব কাঁদে প্রতিদিন অসহায় একা
মেয়েটা সান্তনা দেয় ভাইকে,বাবাও কাঁদে
মেয়েটা হয় দশোভূজা বাঁচতে স্বপ্ন বাঁধে
মায়ের আশীর্বাদ চায়, মা তো দেয় না দেখা!

কলকাতা
০৫,১২,২১