মাকে
সুধীর দাস
( ৩১ ডিসেম্বর আমার মায়ের মৃত্যুদিন)
সব কিছু পরে আছে সে আগের মতো
আজো ফুল ফোটে সেই বাগে শত শত
আজো ভোরে সূর্য উঠে ঐ পুব আকাশে
সন্ধ্যা ঘরে ধুপ জ্বলে ছড়িয়ে বাতাসে।
প্রতিদিন আলো জ্বলে,তবুও জ্বলেনা
বুক ভরা কষ্ট ব্যথা পাথর গলে না
নিঃস্ব বুকে কষ্ট ঝরে অথৈ হাহাকার
চলে গেছে বহুদূরে ফিরবে না আর।
আজো বুকে স্বপ্ন বাঁধি মায়ের কথায়
চোখে জল আসে খুব প্রাণের ব্যথায়
সবকিছু ঠিক আছে আমি সাথী হারা
মাগো তুমি চলে গেছো আমি ছন্নছাড়া।
ছন্নছাড়া প্রাণে আজ কষ্ট শুধু বাজে
নিস্তব্ধতায় ভরা প্রাণ মন নেই কাজে
চোখের আলোয় স্বপ্ন অন্ধকার লাগে
রাত্রিদিন নিঃস্ব মনে দুঃখ শুধু জাগে।
তুমি নেই মন আজ নিঃস্ব মরুভূমি
সাহারার তপ্তবালু যায় বুকে চুমি
জলছবি চোখ আজ জল ভরা নদী
মা,তোমায় মনে পড়ে চির নিরবধি।
কোলকাতা
৩১,১২,২০