লিমেরিক-২৮৯০

চুমু

#সুধীর_দাস

লাল চুমুতে গাল ফুলে যায় ঠোঁটে লিপিস্টিক
হাজার চুমুর ঢুলেঢালে হারিয়ে ফেলে দিক
ভদকা চুমু ঠোঁট কামড়ে
রক্ত ছুটে ছিটকে চামড়ে
মাথা ঘোরে ভনভন করে সবাই মারে পিক!

গোলাপ হাতে মদন খুড়ো চুমুর নেশার ঘোরে
মদের নেশায় বটতলাতে মাছির মতো ওড়ে
রাধে রাধে বোলে বোলে
লুঙ্গি ডান্স খোলে খোলে
ডিংকাচিকার ডুগডুগিতে মনটা কেবল পোড়ে।

১২,০২,২১