ক্ষুধা শ্মশানযাত্রা
সুধীর দাস রূপম
ভাত স্বপ্ন আঁকতে গিয়ে
কবিতার সুখ পাখি উড়ে যায়
দুর্ভিক্ষের দুয়ারে হানা দেয়
বাজ পাখির নখর থাবা
কবি হারিয়ে যায়
মৃতপথ শ্মশানের পথে।
ক্ষুধা শ্মশান যাত্রায়
পৃথিবীর দশ ভাগের নয় ভাগ মানুষের
তবুও পৃথিবীর নিরন্ন কারাগারে
কবিতার ফুল ফোটে
কবি,কবিতা লেখে।
✍️
কলকাতা ১৫ ডিসেম্বর ২৩