কতদিন দেখি নাই তার মুখছবি
সুধীর দাস
রাত যতই গভীর হয় ছটফট বাড়ে
কার যেন প্রতিচ্ছবি দুই চোখে ভাসে
আনমনে ছুটে যাই জানালার ধারে
চেয়ে দেখি চাঁদপরি ঝিলিমিলি হাসে।
আনচান করে মন ধুকপুক বুকে
কতদিন দেখি নাই তার মুখ ছবি
লুকোচুরি অন্ধকার অনন্ত অসুখে
কবিতার ছলনায় কাঁদে শুধু কবি।
অতলে হারিয়ে যায় ভালোবাসা ফুল
বৃষ্টির আবেগ ঝরে চোখের পাতায়
তোমাকে চাওয়া যেন জীবনের ভুল
যতিচিহ্ন এঁকে দেয় প্লাবিত খাতায়।
ভালোবাসা মিছে আশা বিষাদের সুর
তুমি চাঁদ তুমি ফুল নক্ষত্রের পথে
অজানা পথের ধারে অসীমের দূর
আমি শুধু সাথীহারা অজানার রথে।
রাতের আকাশ জানে আমি চির একা
আমার উঠানে জুড়ে এলোমেলো ভেলা
চোখাচোখি কোনদিন হবে না তো দেখা
ভালোবাসা অভিনয়ে খেলে যাবো খেলা।
কলকাতা রাত ১.৩০ মার্চ ২০.২০২৪