কথা ছিল কত কথা

সুধীর দাস

[সনেট-(৮+৬): কখখক,গঘঘগ/ঙচচঙ,ছছ]

ভাবনায় মগ্ন প্রাণ/তোমাতেই থাকি
স্মৃতির ভেতর থেকে/বাড়ে কালো হাত
নতমুখ অশ্রু জলে/দীর্ঘকায় রাত
পরিতাপ নিরাকার/মৃত্যুশোক আঁকি।

অবুঝ জীবনে নেই/অধিকার বোধ
অবিশ্বাস বাসা বাঁধে/ঘুমহীন চোখে
অন্তিম প্রেমের রাগ/ দূর ছায়ালোকে
পাঁজরে রক্ত ক্ষরণ/মুক প্রতিশোধ।

কবিতার শূন্য খাতা/ডাকে মহাকাল
অন্তিম প্রণাম আজ/ তোমার চরণে
তোমাকে পেয়েছি কত/ক্ষতি কি মরণে
নির্বাক আকাশে চাঁদ/ আঁধার প্রবাল।
কথা ছিল কত কথা/রবো সাথে মিলে
ভালোবেসেছিলে খুব/কেড়ে সব নিলে।

কলকাতা
রাত-০৯.৪৫
২০,০৩,২২