কবিতার বায়োগ্রাফি
সুধীর দাস
কবিতার বায়োগ্রাফি বায়োস্কোপের মত চোখ ধাধায়
ভূগোলের সহজাত প্রবৃত্তি মেধাকে খোঁচা মারে
পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণ গ্রাস করে নেয় বুকের চৌকাঠে
এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রেম।
দশচক্র দশভুজ চিৎকার করে ওঠে
ঈশান বায়ু অগ্নি নৈঋত উর্ধ অধ
বুকের সামিয়ানা ছিড়ে ছিড়ে খায়
পিথাগরাস ছুটে আসে
ইউক্লিডীয় জ্যামিতির জনক চুপি চুপি হাসে
বুকের ভেতর চন চন করে উঠে।
উত্তর-দক্ষিণ 90 ডিগ্রী অনুপাতে ভাগ করি
তারপর 180 ডিগ্রী
তারপরও অর্ধেকটা ফাঁকা ফাঁকা লাগে
পূর্ণাঙ্গ অবয়ব জুড়ে 360° পূর্ণাঙ্গ যখন হয়ে যায়
তখন বুকের ভেতরটা খুবলে খুবলে উঠে
মহাপৃথিবী জ্যোতিষ্ক মন্ডল তাকিয়ে থাকে
চাঁদের স্ট্যাচু ভেঙ্গে যায়
নেপচুন প্লুটো ইউরেনাস শনি সোম বুধ
নাছোড়বান্দা
ভালোবাসার পরিধি খুবলে খুবলে খায় আপাদমস্তক আমার বুকের পাঁজর।
গ্যালিলিও কলম্বাস ছুটে আসে
আর্কিমিডিসের চাপ বলয় ভেতর থেকে বমি করে
নিউটন প্রতিক্রিয়া জানায়
রুশো ভলতেয়ার ম্যাক্সিম গোর্কি আর্কাদি গাইদার
স্টালিন শক্ত হাতে মাথাটাকে ঠান্ডা করতে বলে
অথচ কবিতা ফিরে আসে না।
অক্টাভিও পাজ নিঃসঙ্গ একা দাঁড়িয়ে থাকে
সিলি থেকে ছুটে আসে পাবলো নেরুদা
কবিতার আতুর ঘর বানায়
আমার বুকের ভেতর।
অমিত জ্যোতিষ্ক সূর্য রশ্মি আমাকে আলোড়িত করে
কবিতার পান্ডুলিপি উল্কা নক্ষত্র ছায়াপথ।
কবির জীবন পুড়ে পুড়ে উঠে
নিসর্গের ছোঁয়া ছড়িয়ে দেয় পাবলো নেরুদা।
চে গুয়েভারার বিদ্রোহী আত্মা
নেলসন ম্যান্ডেলার যুক্তিতর্ক
আমার কবিতার কাছে হার মানে।
কবিতার চোখের জল দেখে
লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার হাসি হাসে
ম্যাডোনা তাকিয়ে থাকে নক্ষত্রলোকে।
পিথাগরাস নিশ্চুপ বসে থাকে
রবীনাথের সুর বেজে ওঠে
'আগুনের পরশমণি ছোঁয়াও এ প্রাণে"
জ্যামিতিক ত্রিভুজ চতুর্ভুজ স্বতঃসিদ্ধ ইলেকটিক ম্যাথ বায়োলজি জুলুজি কেমিস্ট্রি ফিজিক্স থিওরি
অনু-পরমানু সব নিঃশেষ হয়ে যায় আমার কাছে
কেননা
কবিতাকে আমি লালন করি
পাহাড় নদী সাগর পাখি ফুল
এবং পাবলো নেরুদা
আমাকে কবিতা শেখায়
এবং বলে
হে অপাংক্তেয় কবি
তোমার সুরে বাঁধন বাঁধো
কবিতার আঁচলে।
আমি তখন কবি হয়ে যাই
বলে যাই নিউটন গ্যালিলিও পিথাগোরাস সত্ত সিদ্ধ ত্রিভুজ চতুর্ভুজ
নক্ষত্র ফুল পাখি আমার বুকে বাসা বাঁধে
কবিতাকে আঁকড়ে ধরে
কবিতা জুড়ে থাকে আমার পূর্ণ পাঁজরের অবয়ব জূড়ে।
হায় কবিতা পৃথিবীর সবাই ফাঁকি দিলেও
অন্তত তুমি আমাকে ফাঁকি দিও না।
তোমার অবস্থান আমার বুকে
জ্যামিতিক সরলরেখায় বিন্দুর মতো
যেখান থেকে কোটি রেখা বলয়
সমগ্র পৃথিবীতে শাসন করা যায় টেনে টেনে
সেই তুমি বিন্দু থেকে বৃত্ত জ্যোতিষ্ক সূর্য
আমার কবিতা।
কোলকাতা
৩১,০১,২১