কবিতা অভিমানী

সুধীর দাস

কবিতা‌ চির অভিমানি কবির হৃদয় পোড়ে
কবি অসহায় কাঁদে কবিতা কিছু বোঝেনা
দুই হাত পেতে বসে থাকে কবিতায় দোরে
ভালোবাসায় কি যন্ত্রণা ‌কবিতা খোঁজেনা।

কবিতার জন্য কবি তোলে দিবানিশি ফুল
নিঃসঙ্গ বসে বসে একা কবি শুধু যে কাঁদে
কবিতা নিষ্ঠুর দেবী কবিকে শুধু বোঝে ভুল
বুকের রক্ত দিয়ে কবি ভালোবাসা তবু বাঁধে।

দীর্ঘ দিবস দীর্ঘ রজনী কবিতার অপেক্ষায়
নক্ষত্র আকাশে খোঁজে ফেরে কবিতার বাণী
দুঃসহ যন্ত্রণায় কাটে কবি প্রাণ অবহেলায়
নিষ্ঠুর ছলনায় কবিতা শুধু করে কানাকানি।

কত ফুল ফোটে কত ফুল ঝরে কবিতার জন্য
অভিমানী কবিতা নিস্তব্ধ ‌দেয়না তবু সাড়া
কত প্রেমের মালা গাঁথে কবি জীবন হবে ধন্য
চিরদিন কবিতা আলেয়ার মতো প্রাণের ধারা।

কবিতা অভিমানী কবি চিরদিন কবিতাকে চায়
কবিতা নিষ্ঠুর অপ্সরী কবিকে কখনো খোঁজে না
কবির জীবন চিরদিন সাঁঝের বেলায় বয়ে যায়
কবিতা কবির কষ্ট হৃদয়ে বোঝেনা সে বোঝেনা।

০৮,০২,২১