জীবনের গান
সুধীর দাস
সারারাত জেগে থাকো ওরে দুঃখী মেয়ে
কার গান গেয়ে গেয়ে দুঃখে পথ বেয়ে?
মন করে আনচান যন্ত্রণা ভরা বুকে
কিযে হবে কার লাগি কেঁদে কেঁদে দুঃখে?
কেন থাকো ভাবনায় জেগে এতো রাত
ছলনার দ্বারে বসে কেন পাতো হাত?
নাই প্রেম-ভালোবাসা তবু তার দ্বারে
ফিরে ফিরে চোখে দেখো কেন বারে বারে?
দুঃখ নদী সব ব্যথা চলে যাক দূরে
প্রতিবাদে জেগে ওঠো ভয় মাটি খুঁড়ে
নারী মানে ভোগ নয় খাবে শুধু মার
শিরদাঁড়া সোজা করো ভাঙ্গো অন্ধকার
কতকাল নির্যাতনের কষ্ট সয়ে রবে
প্রতিবাদে জেগে ওঠো লড়ে যেতে হবে
জীবনের জয়গানে কেটে যাক রাত
হাত ধরো পেতে আছি আমার দু হাত।
কোলকাতা
19,09,20