জীবন
সুধীর দাস
মরে যাওয়ার আগে
যখন,মানুষের আত্মা মরে যায়
তখনও তার জীবনের নির্জীব সত্তা বেঁচে থাকে।
সেই স্বত্ত্বাটুকু হয়তো তার জীবনে প্রাপ্য
কিন্তু সেই প্রাপ্যতার ব্যাপতী অজানা।
তবুও লড়াই!
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত লিও তলস্তয়ের মতো।
তারপর
নিস্তব্ধ অন্ধকার!
২৩,১০,২১
😢🙏😢