ঝরাপাতা দুখের মত
সুধীর দাস
ঝরাপাতা দুখের মতো ঝরে যায় সে রোজ
উড়াল বাতাসে উড়ে দেহ নেয় না কেউ খোঁজ
নাই তার কোন অভিযোগ পিষে যাবার পালা
বসন্তে ফোটে না তার ফুল শূন্য থাকে ডালা।
ফাগুনে আগুন ধরে ঝরা পাতারা কাঁদে
প্রয়োজন ফুরিয়ে গেছে তার ব্যর্থতা বাঁধে
দখিন হাওয়া উদাস হয়ে মাতে না তার বুকে
দুঃখ শোক ব্যর্থতায় বেদনায় কাঁদে ধুঁকে ধুঁকে।
নিশিদিন বেলা অবেলা চোখে বৃষ্টি ঝরে
স্মৃতি পোষা বুকের ক্ষত আকুপাকু করে
গোধূলির ছায়া রেখা বাসা বাঁধে তার বুকে
স্বপ্নহীন জীবন পরমায়ু কেটে যায় অসুখে।
হবে না দেখা তার সাথে বুক পেতে দাঁড়ালে
ঝরা পাতা ঝরে গেছে দুখ নিয়ে আড়ালে
তাকে নিয়ে যতো বুকের ভেতর জোনাক পুষি
চোখের তৃষ্ণা ভরে আর দেখবো না তারে খুশি।
ঝরাপাতা ঝরে গেছে বুকে আছে কান্নার ঢেউ
এ কান্না থামাতে আসবেনা জীবনে আর কেউ
রোদেরপাহাড় ঢেকে গেছে আজ আঁধারের তলে
ঝরা পাতা কাঁদে তাই নিশিদিন নয়নের জলে।
কলকাতা,বিকাল-০৪.১৫
১১,১২,২২