কতদিন ছুঁইনি তোমার ঐ চিবুক
সুধীর দাস
এভাবে আর কতো অপেক্ষায় থাকবো
রাত্রির আঁধার কেটে আসে ভোর বেলা
তোমার হয় না শেষ প্রতারণা খেলা
প্রার্থনার হাতে আর কত ডাকবো?
বিষন্নতা বালুচরে স্বপ্ন আঁকি রোজ
এই বুঝি আসো ফিরে খুলে দেই দ্বার
ভীরু কাঁপা বুকে বাজে কত হাহাকার
জ্বলে যাই মরে যায় নাই কোন খোঁজ।
বেদনার শূন্যতাকে জল ভরি চোখে
শর্তহীন দুখ নিয়ে কাটে মহাকাল
অতলে হারিয়ে যায় সব মায়াজাল
নদীর কিনার ভাঙ্গে ব্যর্থ ছায়ালোকে।
কতোদিন ছুঁইনি তোমার ঐ চিবুক
শালপিয়ালের বনে কষ্টের অসুখ।
কলকাতা, ৫ জানুয়ারি-২৩