ফরাসি কবি জাঁক প্রেভের দুটি কবিতা
ভাবাণুবাদ: সুধীর দাস
এক
নিঃসঙ্গ যাত্রা
সুমদ্রতীরে বালিয়াড়ির মোহনায়
নির্জন একাকী
একটি কচ্ছপ উল্টে পড়ে আছে
নিথর নিস্তব্ধ
সময়ের আয়ু গুনছে
চারিদিকে কেউ নেই ওকে উল্টো করে দেবে।
নিঃসঙ্গ কচ্ছপ
সে জেনে গেছে তার আর কোনদিন
প্রহর গোনা হবে না।
দুই
অভুক্ত উপোসি
পনেরোই আগস্টের তিক্ত দুপুরে
প্লাস দ্য লা ককর্দে
নিচ্ছল নিঃসঙ্গ একা দাঁড়িয়ে আছে
একটি ষোল বছরের মেয়ে।
একান্ত একা, সম্পূর্ণ আপাদমস্তক কর্পদকহীন
হিম হয়ে নিঃস্ব হারিয়ে যাওয়া হৃদয়
অভুক্ত, উপোসি।
কলকাতা,১৬ জানুয়ারি -২৩