ইচ্ছে করে ভালোবাসি

সুধীর দাস রূপম

ইচ্ছে করে ভালোবাসি
তোমার বুকে মাথা রেখে ভালোবাসার আগুন স্পর্শ করি বুকের গভীরে।
বুকের উত্তাপ অনুভব করি বুক থেকে বুকে হৃদয় থেকে হৃদয়ে।

ইচ্ছে করে তোমার বুকের উষ্ণতা অনুভব করি
আমার আমার বুকের উত্তাপে

তারপর মিশিয়ে মিশিয়ে একাকার লীন হয়ে যাই
তোমার বুকের গভীরে

ঠোঁটের উত্তাপে প্রখর রৌদ্র হয়ে যাই
আদরের কবোষ্ণ কলাপে
প্রেমিক হয়ে উঠি
তুমি হয়ে ওঠো আমার ভালবাসার মোনালিসা।

ইচ্ছে করে ভালবাসতে
ইচ্ছে করে ভালোবাসি আজন্ম অনন্তকাল
ইচ্ছে করে ঘুমিয়ে থাকি তোমার নরম উষ্ণ বুকে।

দাও সাড়া প্রিয়তমা।

কলকাতা ৩১ মার্চ -২৩