হে পিতা
সুধীর দাস
(সনেট:অষ্টক-কখখক,গঘঘগ, ষষ্ঠক- ঙচঙচঙচ)
কল কল বয়ে যায় কুল কুল নদী
শুনি তার বজ্রকন্ঠ দুর্জয় উল্লাসে
চতুর্দিক কলরবে দৃপ্ত আলো হাসে
প্রাণপূর্ণ পত্র পুষ্পে বাঙালির গদি।
গণতন্ত্র স্বাধীনতা মুক্ত সিঁথিপথে
যখনই নেমেছে নষ্ট কলহের ঢল
একটি আঙ্গুলে মুক্ত,আঁধার শৃংখল
করে রৌদ্রলিপি লেখে উদয়ের রথে।
হে পিতা,শান্তির নীড় বাঙালির ঘরে
আদিগন্ত শৌর্যবীর্য মুক্তির সংগ্রামে
বিষদাঁত ভেঙ্গে যুদ্ধ স্বাধীনতা তরে
বিষবৃক্ষ ধ্বংস করে কালো মধ্যযামে
বাংলাদেশ লিখে নাম রাখলে অন্তরে
জীবনের জয়গানে পুষ্পবৃষ্টি নামে।
কলকাতা
১৭,০৩,২২