হতভাগা বুক

সুধীর দাস

আকাশের নীল হারিয়ে পৃথিবী ঘুমিয়ে পড়ে
কত অজানা বাগানের কত ফুল ঝরে মরে
কত পাখি উড়ে চলে একা হয়ে নীড় হারা
কত ছায়াপথে রোজ উঠে নক্ষত্র চাঁদ তারা।

কত নদী মরে যায় নিঃস্ব বালুকা বেলায়
কত প্রদীপ জ্বলে না ভালোবাসাহীন হেলায়
কত বুকে আগুনের তাপ চাপা হয়ে জ্বলে
নিশিদিন যন্ত্রণায় ছটফট হৃদয় শুধু গলে।

কত মুখে হাসি নেই বিচ্ছেদে কতকাল ধরে
নিঃসঙ্গ নিরবতায় চোখের পাতায় জল ঝরে
ঝরাপাতা দুখের মত প্রাণে কত ফুল ফোটে
কত কথা মন মরা বুকে প্রকাশ পায় না ঠোঁটে।

জীবনের খেলাঘরে তবু প্রাণে বেঁচে থাকা
আতশবাজিতে ঝলমলো মায়াজালে ঢাকা
নিষ্ঠুর পৃথিবীতে জানি আজ কেউ কারো নয়
পাবার আশাতে সব দুরাশা হাহাকার পরাজয়।

কালের শূন্য কলসিতে তবু রোজ গঙ্গাঘাটে যাই
যে চলে গেছে আবার যদি কাছেতে ফিরে পাই
আশা আছে বলে মানুষ বেঁচে থাকে আশাই সুখ
নিয়তির কাছে বারবার পেতে দেই হতভাগা বুক।

♥️
কলকাতা-২৭ ফেব্রুয়ারি-২৩