গণতন্ত্র ক্রীতদাস

সুধীর দাস

গোলাপ খুঁজতে খুঁজতে রক্তের দেখা  পাই
কালো কালো রক্ত, দলা দলা চিটচিটে রক্ত
পাশে ছেঁড়া খোড়া লাশ
ছিন্নভিন্ন।
আকাশে গণতন্ত্রের শকুন ওড়ে।

জলপাই ট্যাংক দৌড়ে যায়
আবার মিছিল আসে
মোছেনা রক্তের দাগ
দীর্ঘশ্বাস কুন্ডুলি পাকিয়ে যায় ধোঁয়া ধোঁয়া
হত্যার দাগ ঢাকা পড়ে না
আতাতায়ী খুনি স্বগর্বে এগিয়ে চলে
ছেলে ঘরে ফেরে না
মা শুধু অপেক্ষায় থাকে-- অপেক্ষায় থাকে--!

চোখে জল বিধ্বস্ত নীরবতা
গণতন্ত্র ক্রীতদাস!
♥️
কলকাতা ৫ নভেম্বর ২৩