ফেসবুকের জন্য

সুধীর দাস রূপম

মা কখনো মেয়ে সাজে মেয়ে সাজে বউ
ফেসবুকে ডাঁটে পাটে লোটে কত মউ
রান্নাবান্না বন্ধ থাকে ঘরে কাঁদে বাচ্চা
বৌদিমণি তবু দেখো ফেসবুকে সাচ্চা।

সত্তর বছর বুড়ি ফেসবুকে কচি
চাঁদ যেন জোছনায় পূর্ণ ভরা শশী
ছেলে মেয়ে কথা বলে উড়ু উড়ু টোন
লেখাপড়া ষন্ডামার্কা নিত্য হাতে ফোন।

টিকটকে টক টক ঝিকঝাক মেয়ে
চায়নার বায়নাতে থাকে শুধু চেয়ে
দুরু দুরু ধুকপুক বুক শুধু ফাটে
মেসেঞ্জারে পরকীয়া খোলা ছবি চাটে।

স্বামী ঘরে চুপচাপ ফেসবুকে মগ্ন
কার যেনো ছবি দেখে চেহারাটা ভগ্ন
সেই ফাঁকে বউটাও ফেসবুক ফোনে
দূরদেশ ছেলেটার পথ শুধু গোনে।

তারপর একদিন উতলা হাওয়া
বউটাকে ঘরে আর যায়নি পাওয়া
ফেসবুকে ভেঙ্গে যায় জীবনের ঘর
ভালোবাসা হয়ে যায় চিরতরে পর।

কোলকাতা
03,12,20