ফেরারি বসন্ত কাঁদে

সুধীর দাস

রাতের রুমাল খুলে চাঁদ হাসে রোজ
জানালার পাশে বসে ঘুমহীন একা
কার ছবি বুকে আঁকি নাই তার দেখা
অচেনা লিপির পুঁথি করি তবু খোঁজ।

জরাজীর্ণ পৃষ্ঠাগুলি আবছায়া লাগে
দুরারোগ্য ব্যাধিসম মন মরা প্রাণ
বুকে পিঠে লেগে আছে পরাজিত গান
অভুক্ত চৈতন্যপুর কাঁদে অনুরাগে।

ভালোবাসা বোধ জাগে দীর্ঘ হয় শ্বাস
দেবার সামর্থ্য নেই কিছু শূন্য বুক
পাওয়ার আকাঙ্ক্ষা তাই মৃত ভূখ
হাহাকার মনোভূমি ব্যর্থ পরিহাস।

এই বুঝি কাছে আসো ফের যাও দূরে
ফেরারি বসন্ত কাঁদে বেদনার সুরে।

কলকাতা, রাত ২ এপ্রিল-২৩