একলা পাখি একা একা
সুধীর দাস রূপম
একলা পাখি একলা একা চোখের জলে কাঁদে
সব হারানো বৃষ্টির আবেগ মায়া রঙে বাঁধে
শূন্য ঘরে একলা তাহার বুকের আগুন জ্বলে
একলা একা নিজের সাথে কষ্টের কথা বলে।
উদাস উদাস বুকের ভেতর লুকোচুরি খেলে
নদীর কিনার ছুঁয়ে ছুঁয়ে দুটি ডানা মেলে
পথের পাশে ফুটে থাকে ফুলে রাশি রাশি
সে ফুল দেখে মুখে তাহার ফোটে না তো হাসি।
চাঁদের আলো দেয় না ধরা অভিমানী বুকে
স্মৃতির ভেতর স্মৃতি হাসে কান্না ঝরা দুখে
কালের কলস ডুবে গেছে পরিতাপের ঘরে
একলা পাখি একলা থাকে চোখের জলে ঝরে।
মুখর মিছিল মুছে গেছে বিষাদ ভরা গানে
আকাশ জুড়ে মেঘের মেলা আঁধার ভরা প্রাণে
ভোরের শিশির নয়ন তারা ঝরে গেছে কবে
বিষাদের সুর বুকের ভেতর আকাশের নীল নভে।
একলা পাখি একলা থাকে বিরান ভুমি একা
ফসলের মাঠ হারিয়ে গেছে নেই ফসলের দেখা
তুলসী তলায় জ্বলে না দীপ চারিদিকে কালো
একলা পাখি একলা থাকে শূন্য জীবন ভালো।
কলকাতা ২৯ নভেম্বর ২৩