হয়তো তোমার সাথে আর কোনদিন দেখা হবে না
সুধীর দাস
হয়তো তোমার সাথে আর কোনদিন দেখা হবে না
ভোরের শিউলি ঝরা সকাল হারিয়ে গেছে সেই কবে
আমার বসন্তের কিংশুক বনে আর কোনদিন হয়তো কোকিল ডাকবে না!
শোক ব্যর্থতা বেদনা বিচ্ছেদ
প্রেম বিশ্বাস
সব আজ অপাংক্তেয় পরিত্যক্ত নগরী।
কতটুকু আঘাত পেলে মানুষ কতখানি দূরে সরে যায়?
কতটুকু কাছে পেলে হৃদয় ভালোবাসা উথলে ওঠে জনম জনম?
কতটুকু দূরে গেলে কতখানি দূরে চলে যাওয়া হয়?
আমি জানিনা
ভালোবাসা মাপার কি নিক্তি হয়?
মিথ্যার বেসাতি
ভালোবাসার আবেগ বৈভব
রাত জাগা স্বপ্ন
বেঁচে থাকার প্রেরণা
সব আজ মিশরের মমি।
হয়তো আবার মহেঞ্জোদারো জেগে উঠবে
হরপ্পা সভ্যতার বৈভব কেউ কেউ হয়তো খুঁজে ফিরবে
ময়নামতি পাহাড়পুর খুড়ে খুড়ে আরো কোন ভালবাসার কাঙ্গাল খুঁজে ফেরে কাঁদবে!
আমি শুধু চিরকাল অপাংক্তেয় হয়ে থাকবো!
সেখানে আমার আত্মাজায় তোমাকে পাবার আকুল প্রার্থনা কেউ খুঁজবে না।
হয়তো কোনদিন আর তোমার সাথে দেখা হবে না!
"তুমি চলে যাচ্ছো
আমার চোখে জল"
নিথর নিস্তব্ধ হৃদয় কান্নায় টলোমল।
কলকাতা
১৪,০২,২২
তুমিহীন পৃথিবী অন্ধকার হোক
#সুধীর_দাস
ঝরে যাওয়া গোলাপের কলি আজও বুকের ভেতর ফোটে
রক্তাক্ত স্নাত নক্ষত্র ফুল জলে
পাপড়ি মেলে স্বরস্বতীর পদতলে
আমি তার পদরেণু মাখি
বুক পেতে দেই নয়নের জলে
কাঁটার আঘাতে রক্তাক্ত হই
বিষন্ন শোকার্ত নিঃশ্বাস বুকে ফুলে ফুলে ওঠে
তুমি নেই।
তুমি নেই কি হবে এইসব গোলাপের আঁচল বিছায়ে?
আমার অনন্ত উপাসনার ফুলশয্যা ক্লেদাক্ত কর্দমাক্ত
তুমি নেই।
তুমি নেই আকাশে বিষণ্ন বিদীর্ণ হাহাকার
নক্ষত্র ছায়াপথে কৃষ্ণ গহবর জ্যোৎস্না প্লাবিত অন্তরীণ।
চাঁদের স্ট্যাচু ভেঙ্গে যায় যন্ত্রণার ব্যবচ্ছেদ বেদনায়।
তুমি হীন পৃথিবী গোলাপহীন হোক
তুমিহীন জ্যোৎস্না প্লাবিত আকাশ মেঘমেদুর হোক
তুমিহীন রক্তাক্ত ঠোঁট হয়ে যাক নিরেট পাথর।
তুমিহীন পৃথিবী অন্ধকার হোক।
তুমিহীনা আমি
তোমাকে ছাড়া আমি!
আমার যে বেঁচে থাকা দায়।
কলকাতা
রাত-১২.১০
১৪,০২,২২