দুঃখ দেখেছ কখনো?

#সুধীর_দাস

তুমি, দুঃখ দেখেছো কখনো?

আমাকে দেখো!

এই যে ভগ্নহৃদয়
ভাঙ্গা বুক
রক্তাক্ত পাঁজর
হাড্ডিসার দেহ, ক্লান্ত স্থবির।

দেখো, উদ্বাস্তু জীবন
যাযাবর সত্তা
রোগে
শোকে
যন্ত্রণায় ছটফট কাতর
ব্যর্থতায়
আঘাতে
প্রতারণায়
অটল মমি পাথর!

আমাকে দেখো,ক্ষুধার্ত অবয়ব
চোখে জল
বুকে না পাওয়ার ব্যর্থতা,হাহাকার
লাল হৃদপিণ্ড
চাপ চাপ থোকা থোকা রক্তের দলা
মাংসপেশি হীন খোঁড়া খোঁড়া হাড়
কৃষ্ণ কালো গহবর উদর
অভূক্ত!

আমাকে দেখো
আমার আকাশের চাঁদের স্ট্যাচু ভেঙ্গে গেছে
উল্কা নক্ষত্র ছায়াপথ টুকরো টুকরো
জ্যোতিষ্ক নেপচুন প্লুটো ইউরেনাস
দূরে বহুদূরে।

সুখের শুকতারা ধূসর ম্লান।

দুঃখ দেখেছো কখনো!

দেখো!
মিশরের মমি নয়
কোনো স্মৃতিস্তম্ভ নয়
সাক্ষাৎ চোখে দেখা নষ্ট দুঃখ!

মাতৃহারা
বাবাকে হারা
প্রিয়তমাকে হারানো দুঃখ।

আমাকে দেখো
ক্ষুধার্ত
মুমূর্ষ
ডাস্টবিন
ভাগাড়
অপাংক্তেয়
অবাঞ্চিত আমি।

কলকাতা
১১,০৬,২১