দেশের ছড়া
সুধীর দাস
দেশপ্রেম রক্তাক্ত আজ দিচ্ছে নেতা ভাষণ
দলবদলের হিড়িকে গড়ছে নিজের আসন
নির্বাচনে লাগছে হাওয়া দিচ্ছে জোয়ার পালে
চামচা গুলো নেতা হয়ে চড়ছে ডালে ডালে।
অচ্ছে দিনের মুরগি গুলো দিচ্ছে ডিমে তা
কোকিল গুলো কাকের বাসায় ফুটায় কতো ছা
নেংটি পরা ছাগলগুলো পরছে রঙ্গিন ধুতি
পুরান পাগল ভাত পায় না নতুন মারে গুতি।
দাদা নাচে তিড়িংবিড়িং দিদি দেখায় চটি
শ্রীরামের ধুয়া তুলে মাথায় করে পটি
বুদ্ধিজীবীর মাথার ঘিলু ফ্রিজ আছে সাটা
তুখোড় নেতার মুখের বুলি সুপার গ্লু আঠা।
ভুয়া নেতার বাড়ছে কদর মুখে ধর্মের বুলি
সংবিধানের মূলধারাটায় মারছে ওরা গুলি
জনতা সব ক্যাবলাকান্ত হাবলাকান্ত পিচ্চি
বেশি কথা বললে পরে লাল দালানে দিচ্ছি।
দেশটা আজ মগের মুল্লুক যে যা খুশি করছে
সত্য কথা বললে পরে পুলিশ এসে ধরছে'
দাদা দিদির দেশটা এখন দিচ্ছি আমরা ঢালাই
আমরা হলাম তরুপ তাসের রসের হাড়ি মালাই।
০২,০২,২১