দেশ আজ গণতন্ত্রের মরা লাশ
সুধীর দাস
দেশ আজ গণতন্ত্রের মরা লাশ
আর আমরা লাশের উপর দিয়ে হাঁটছি
আর গন কবর খুঁড়ছি দু মুঠো ভাতের লড়াইয়ে।
চাকরি নেই, শিক্ষা নেই, বাসস্থান নেই
দুয়ারে দুয়ারে দারিদ্র অনাহার
অভুক্ত পেটে ক্ষুধার জ্বালা
আমরা নিজ দেশে পরবাসী।
রাজনৈতিক দলবদলের পরকীয়া
দল ছুট নেতাদের দম্ভ মিছিল
মানুষে মানুষে ভেদাভেদ ধর্মের লড়াই
মুক্তির মিছিলে সৈরতন্ত্রের গুলি
ক্ষমতার দাপটে পিষে পিষে মরছে গরিব জগদ্দল।
রেশনের লাইনে ভূখা মিছিল
চাকরির লাইনে শিক্ষিত শ্রমিক
ঘরে অবিবাহিত ত্রিশ বছরের বোন পড়ে আছে যৌতুক প্রথার জঞ্জালে
উঠানে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে বৃদ্ধ অসহায় পিতা।
মায়ের চোখে জল,বেকারের আর্তনাদ।
দেশ আজ গণতন্ত্রের লাশ
দেশে আজ স্বৈরতন্ত্রের করাল গ্রাস
বুদ্ধিজীবী ক্ষমতার হাতের পুতুল
আমরা গণতন্ত্রের লাশের উপর হাঁটছি
আমরা স্বৈরতন্ত্রের পা চাটছি
আমাদের বিবেক নেই
আমাদের বুকে আজ আগুন নেই
আমাদের মাঝে রক্ত শপথ মিছিল নেই
আমরা আজ নিস্তব্ধ নির্বিকার বিকলাঙ্গ নির্জিব প্রাণী।
আমরা আজ কথা বলতে পারি না, আমরা প্রতিবাদ করতে পারিনা, আমরা কিছু শয়তানের দাপটে মুক বধির অসহায়।
আমাদের কথা বলার স্বাধীনতা নেই
আমাদের বেঁচে থাকার আশা নেই
আমাদের বুকে ভাষা নেই
আমরা নির্বিকার।
দেশ আজ গণতন্ত্রের মরা লাশ!
আমরা লাচের উপর দিয়ে হাঁটছি।
কলকাতা রাত ২ টা ২১ মার্চ ২০২৪