চিত্রকল্প ছিল বুকে জলছবি আঁকা

সুধীর দাস রূপম

চিত্রকল্প ছিল বুকে জলছবি আঁকা
স্বপ্নদৃশ্যে তুমি ছিলে উষা মহাকাল
অনুপ্রাস রূপকের রূপকল্প ঢাল
আকাঙ্ক্ষা অধীর ছিল কল্পনায় মাখা।

ধ্রুপদী আরতী বেজেছিলো শুন্য বুকে
সীমাহীন অন্তমিলে গেঁথে ছিল ছন্দ
নিরন্তর উন্মোচিত ফুলে ছিল গন্ধ
পথের অচেনা বাঁক হেসেছিল সুখে।

মরণ সম্ভব রেখে ফেলে যন্ত্রণায়
বিষময় অনুপম চলে গেলে তুমি
নীলবিষ বিস্ফোরিত করে মরুভূমি
আমাকে আসক্ত করে মিথ্যে মন্ত্রণায়।

নিয়তি চাইলে ফের ভুল ধ্রুবতারা
মলিন মোড়কে পাবে জল ভূরুহারা।

কলকাতা
বিকাল-০৪.৪০
০৭,০৫,২২