চিতার আগুন জ্বলে বুকে
সুধীর দাস
শোকের আগুনে পুড়ে গেছে হৃদয়
চিতার আগুন জ্বলে বুকে
শতাব্দী প্রাচীন অশ্বত্থ গাছ জীর্ণ ফ্যাকাশে
নিস্প্রভ জোসনার আলো
একটি অশরীরী আত্মা ডাক দিয়ে যায়
কবিতাকে হাতরে বেড়াই
কবির নিঃসঙ্গ ভুবনে।
কবিতা নিষ্ঠুর মানবী, কখনো দেবী
ফুল দল গঙ্গার জলে
ভালোবাসার নৈবেদ্য সাজাই
বুকের রক্তে পাজরে
একশত আটটি নীল পদ্ম খুঁজে ফিরি জন্ম জন্মান্তর।
মরীচিকার মায়ালোকে ছায়াহয়ে ভাসে তার প্রতিচ্ছবি
আমার আত্মার বুদবুদে প্রার্থনা সংগীত
"আগুনের পরশমনি জ্বালাও আমার প্রাণে"
"তুমি নির্মল করো, তুমি উজ্জ্বল করো
নির্মল করো হে!"
চিতার আগুনে জ্বলে বুক
অসংখ্য জ্যোতিষ্ক বলয়ে
হৃদয় পুড়ে যায়
কে যেন ডাক দিয়ে যায় নিরন্তর
আমি হারিয়ে যাই তার অন্তর্লোকে
অন্তহীন পদযাত্রায়।
আমার আকাশে শোকাশ্রু
আমার বুকে শোকের পাথর
আমার পাঁজরে খোদাই তার নাম
কি যেন ডাক দিয়ে যায়।
চিরদিন আমি অপাংক্তেয়
আমাতে আমি বিলীন নিরন্তর শেষ যাত্রায়।
কোলকাতা
১৯,০২,২১