বলি বলি করে যে কথা হয়নি বলা

সুধীর দাস

তোমায়
বলি বলি করে যে কথা হয়নি আজো বলা
হাত দুটি রেখে হাত হয়নি কোন পথে চলা
চোখে রাখা হয়নি চোখ একান্ত চোখে চোখে
পায়নি জোসনা আলোক নক্ষত্র চাঁদ লোকে

দুঃখ জীবন আজ তাই নিথর নিস্তব্ধ নিশ্চুপ
বুকের ভেতর পুড়ে যায় রোজ গন্ধহীন ধূপ
কথার পৃষ্ঠে হয়নি কথা হয়নি তোলা ফুল
হয়নি কোন মালা গাঁথা জীবন সবই ভুল।

কতবার হাত পেতেছি প্রিয় তোমার দ্বারে
ততবার ফিরে এসেছি নিঃসঙ্গ বারে বারে
যতবার গেঁথেছি ফুলের মালা তোমার জন্য
গলাতে পড়াতে পারেনি হয়নি জীবন ধন্য।

যতবার স্বপ্ন বেঁধেছি আমার এই অশান্ত বুকে
ততবার ভেঙ্গে গেছে কেঁদেছি যন্ত্রণার দুঃখে
যতবার গিয়েছি ছুটে তোমার কাছাকাছি
দাঁড়াতে দাওনি অবহেলায় ততবার পাশাপাশি।

অন্তর পুড়ে পুড়ে জীবন হয়েছে নিঃসঙ্গ একা
বুকের মাঝে অরুন্ধতী আলোয় পায়নি দেখা
কষ্টের কষ্টিপাথরে আমার এই কষ্ট ঝরা বুক
মৃত্যুময় নীরবতায় কেঁদে কেঁদে অশান্ত অসুখ।

কেউ নেই পাশাপাশি কাছাকাছি আঁধার সময়
দুর্বিষহ দিন কাটে বাঁচার আশা নেই প্রাণ প্রলয়
বেঁচে আছি বেঁচে রয়েছি জানিনা আর কতদিন
চলে যাচ্ছি অতলে চির নিদ্রাহীন রয়েছি কোমায়।

৩০,০১,২১

কাঁটাতারের বেড়া

সুধীর দাস

কাঁটাতারের বেড়া মুক্তির পথ স্তব্ধ
উদ্বাস্তু জীবনের বৈভব যাযাবর জীবন।

নিঃস্বতা বুকে হারানোর কিছু নেই
মৃত্যুর মিছিল আছে লড়াইয়ের ময়দানে
এব্রো থেব্রো থেঁতলানো দেহ
রক্তাক্ত বুক পাজরে
ক্ষুধার্ত পেট নিরন্নের হাহাকার।

কবির হৃদয় কাঁটাতার ‌মানে না
সমগ্র পৃথিবী তার হৃদয়।

মাতৃভূমির চোখে জল
সন্তান কাঁদছে
ধর্ষিতার মা
বেকারত্ব যুবক
নেতাদের ফাঁকা বুলি।

রেশনের লাইন
বৃদ্ধ পিতার হাহাকার
হাড্ডিসার দেহ
বুকে শ্বাসকষ্ট
ঔষধ পথ্যহীন মুমূর্ষ
অগ্নিবলয় চোখ
ঈশ্বর নিরাকার
নিস্তব্ধ নিষ্ঠুর।

কবির আত্মা কাঁদে
গনগনে আগুনের বুক আগ্নেয়গিরি লাভা।

শপথের ট্রিগার চাপে
মুক্তির মিছিলে হেটে যায়
আবার ফিরে আসে
মাটির বুকে অর্পণ করে
স্টেনগান গুলি কার্টুজ রাইফেল।

এই নাও রক্তাক্ত শব
এই নাও বুকের রক্ত
এই নাও শপথের অঙ্গীকার
মুক্তির মিছিলে দুরন্ত লড়াই।

মা

ফিরে যদি আসতে পারি আবার আসবো
রক্তাক্ত শবের মিছিল ছেড়ে।

সন্তান হাসুক
ক্ষুধার্তের মুখে হাসি ফুটুক
যাযাবর উদ্বাস্তু জীবন ফিরে পাক
মা মাটি স্বদেশ
তোমার সন্তান যেন থাকে দুধে-ভাতে
তোমার সন্তানের বুকে শান্তি বর্ষিত হোক
কাঁটাতারের বেড়া ভেঙ্গে যাক
পৃথিবী হয়ে যাক একটি হৃদয়
মানবতা জেগে উঠুক
বিভেদ ভেঙ্গে যাক
আমার অঙ্গীকার
আমার কবিতা
আমার আকাশ নক্ষত্র ফুল পাখি
আমার ভালোবাসার দেবীর
সংসার হোক আবার বেঁচে থাকার।

কাঁটাতারের বেড়া
ভেঙ্গে যাক দুমড়ে মুচড়ে
প্রজাপতি আসুক
উদ্ধাত্ত নীল আকাশে
কবির ঠিকানা হোক নক্ষত্রলোক ছায়াপথে।

কলকাতা
২৯,০১,২১

শীতার্ত বৃষ্টিতে ভেজা কাক ক্ষুধার্ত কুকুর

সুধীর দাস

শীতার্ত বৃষ্টিতে ভেজা কাক জবুথবু
ডাস্টবিনের ল্যাম্পপোস্টের তারের উপর বসে
চিৎকার করছে কা কা রবে

আচ্ছা কা কা রবের কি কান্না হয়?
কা কা রবের কি ক্ষুধার্ত অভিব্যক্তি হয়
কাকের ঘুম ভাঙ্গার শব্দে
মৌথনরত প্রেমিক প্রেমিকার সকাল বেলায় ঘুম ভাঙ্গে
শীৎকারের শব্দ হয়
কাকের সেরকম কি হয়?

হয়তো হয়
আমি তুমি সেটা জানিনা।

আসলে মনটা যদি কা কা কাকের মত হতো
তাহলে প্রেম-ভালোবাসা ক্ষুধা-দারিদ্র্য একটি শব্দ হত জীবনের শুধু কা কা।
ভালো হতো
আবেগের প্রেমের এবং বসন্তের কোন অনুভুতি হতো না জীবনের।

ঘেউ ঘেউ কুকুরের শব্দ হতো
ক্ষুধার্ত উদরপূর্তির জন্য।

শুধু নির্ধারণ থাকতো জীবনের একটা সময়
একটি মাস, ভাদ্র মাস।

জীবনের আর কয়েকটা মাস
শুধু বেঁচে থাকার লড়াই
মেধা ও শ্রমে বেশি অর্থ
ক্ষুধার্ত পেট
তার উদরপূর্তির জন্য শুধু লড়াই আর লড়াই।

না প্রেম না ভালবাসা
কাক শুনেনা ধর্মের দোহাই
রাজনৈতিক দ্বন্দ্ব, সাম্প্রদায়িক ভেদাভেদ
শ্রীকৃষ্ণ শ্রীরাম শ্রীচৈতন্য স্বামী বিবেকানন্দ
রবীন্দ্রনাথ নজরুল
দেশ প্রেম, একনায়কতন্ত্র ও গণতন্ত্রের স্বৈরাচার
উঁচু-নিচু ধনী-দরিদ্র
এ সবের বালাই নেই ওদের কাছে।

ইচ্ছে হয় মাঝে মাঝে
আমিও কাক ও কুকুর হয়ে যাই।

৩০,০১,২১

বুকের ভেতর রুদ্রবীণা

সুধীর দাস

বুকের ভেতর রুদ্রবীণা বুকের ভেতর বাঁশি
বুকের ভেতর ভালোবাসা খেলছে কানামাছি
ফুল চাইতে কাটার আঘাত লেগে আছে বুকে
বুকের ভেতর অভিমান কান্না করে দুঃখে।

বুকের ভেতর আগ্নেয়গিরি দাউ দাউ করে জ্বলে
বোবা কান্নায় পাঁজর খুড়ে শোকের নদী চলে
বুকের ভেতর রাত্রি নামে জোসনা চাঁদের খেলা
বুকের ভেতর যন্ত্রণাতে ভাসায় কেবল ভেলা।

বুকের ভেতর শোকের পাহাড় কান্নার পিরামিড
সইতে সইতে নুব্জ হয়ে দেয়ালে ঠেকেছে পিঠ
বুকের ভেতর গঙ্গা যমুনা মেঘনা‌ পাড়ের ঢেউ
বুকের ভেতর নদী ভাঙ্গে খোঁজ নিলো না কেউ।

লক্ষ্য যুগের বঞ্চনাতে মহেঞ্জোদারো ভাসে
ভীমবেটকার পরমায়ু বুকের ভেতর হাসে
বুকের ভেতর দস্তয়ভস্কি ম্যাক্সিম গোর্কির মা
বুকের ভেতর মাতৃভূমি কাঁদছে কেবল‌ হা।

বুকের ভেতর ক্লিওপেট্রা মোনালিসার হাসি
শাজাহানের তাজমহল গ্যালিলিওর ফাঁসি
বুকের ভেতর বিশ্বাসঘাতক মীরজাফরের চোখ
তবুও আমার বুকের ভেতর কবিতা আনন্দলোক।

২৯,০১,২১