চটি চাটা-৩

সুধীর দাস

চাটছি আমি চটির তলা যতই থাকুক গ্যু
মাখছি আরও গালে ঠোঁটে দেই না তাতে ফুঁ
চড় থাপ্পর খাচ্ছি যতো
আমি আছি আমার মতো
চটি পিসির ভাগ্নে আমি যতই মারো থু!

চার

চাঁটতে শেষ চটিরতলা আছে এখন ফিতা
সেই ফিতা ঝুলিয়ে গলায় আছি দিদির মিতা
চলছি তাঁহার মিথ্যার রথে
প্রয়োজনে যাব শ্মশান পথে
তার আগে সারা বাংলায় জ্বালিয়ে যাব চিতা।

কলকাতা ৫ সেপ্টেম্বর ২৪