বুকে যখন চিতাগ্নি জ্বলে
সুধীর দাস
বুকে যখন চিতাগ্নী জ্বলে
জীবন তখন মহাশ্মশান
প্রার্থনা তখন ফুল তুলসী আতপ চলে গঙ্গাজল ছুঁয়ে যায়!
কিছু কিছু আগরবাতির সুঘ্রাণে মৃত্যু লাশের গন্ধ ভাসে
রজনীগন্ধা ফুলেরও শ্মশান যাত্রা হয়!
ভালোবাসা পোড়ে ব্যর্থতায়!
ভালোবাসা পাওয়ার চেয়ে পেয়ে হারানোর অক্ষমতা চিরদিন চোখের জলে ভাসে
গঙ্গার স্রোত কি তার হিসাব রাখে?
আমার শেষ যাত্রায় তুমি আসো
আগর বাতির সুঘ্রানে,রজনীগন্ধা ফুল হয়ে!
কলকাতা, রাত -১১.৩০
০৬,১১,২২