বলেছিলে আকাশ হবে আমার বুকে তুমি
সুধীর দাস
বলেছিলে, আকাশ হবে আমার বুকে তুমি
মেঘ হয়ে ঠোঁটে ঠোঁটে জড়িয়ে ঠোঁট চুমি
বৃষ্টি হয়ে ভরিয়ে দেবে
রংধনু রং ছড়িয়ে দেবে
সাগর নদী গড়িয়ে দেবে ভাসবে মরুভূমি।
বলেছিলে, আমার বুকে করবে ফুলের চাষ
ফুলে ফুলে গড়বে জীবন চিরো বারো মাস
নাচবে তুমি ফুলের পরি
গাইবে গান হাতে ধরি
বলেছিলে, তুমি আমার বেঁচে থাকার শ্বাস।
তুমি আমার সাথী হবে রাতের আকাশে চাঁদ
ভালোবাসার সঙ্গী হয়ে ভাঙবে আঁধার বাঁধ
আলগা মনের বাঁধন যতো
বাঁধিয়ে দিবে শতো শতো
শক্ত হাতের বাঁধন বেঁধে রাখবে বাঁচার স্বাদ।
বলেছিলে,লাল শাড়িতে সাজবে তুমি বউ
জ্যোৎস্না রাতে চাঁদের সাথে লুটবে কত মৌ
সুখ দুখের ভেলায় চড়ে
ঝড় বৃষ্টির খেলার ঝরে
মানবে না হার, একসাথে খেলবো সুখের ছৌ।
বলেছিলে ,আমার জীবন সাজাবে তুমি ফুলে
তোমার প্রেমের নাও ভাসাবে আমার নদীর কূলে
আগ্নেয়গিরি জ্বলা হৃদয়খানি
তুমি দিবে জল বীণাপাণি
তুমিই হবে প্রেমের রানী, জীবনের সব কিছু ভুলে।
সব কথারা হারিয়ে গেছে, চলে গেছো তুমি
আমার জীবন নিঃস্ব একা এখন মরুভূমি
বলেছিলে সব কথার কথা
রংধনুর আবেগ যথা তথা
জীবন জুড়ে আছে নীরবতা,বুকে তবুও তুমি।
কলকাতা
১১,০৬,২১