বুকের ভেতর রুদ্রবীণা
সুধীর দাস
বুকের ভেতর রুদ্রবীণা বুকের ভেতর বাঁশি
বুকের ভেতর ভালোবাসা খেলছে কানামাছি
ফুল চাইতে কাটার আঘাত লেগে আছে বুকে
বুকের ভেতর অভিমান কান্না করে দুঃখে।
বুকের ভেতর আগ্নেয়গিরি দাউ দাউ করে জ্বলে
বোবা কান্নায় পাঁজর খুড়ে শোকের নদী চলে
বুকের ভেতর রাত্রি নামে জোসনা চাঁদের খেলা
বুকের ভেতর যন্ত্রণাতে ভাসায় কেবল ভেলা।
বুকের ভেতর শোকের পাহাড় কান্নার পিরামিড
সইতে সইতে নুব্জ হয়ে দেয়ালে ঠেকেছে পিঠ
বুকের ভেতর গঙ্গা যমুনা মেঘনা পাড়ের ঢেউ
বুকের ভেতর নদী ভাঙ্গে খোঁজ নিলো না কেউ।
লক্ষ্য যুগের বঞ্চনাতে মহেঞ্জোদারো ভাসে
ভীমবেটকার পরমায়ু বুকের ভেতর হাসে
বুকের ভেতর দস্তয়ভস্কি ম্যাক্সিম গোর্কির মা
বুকের ভেতর মাতৃভূমি কাঁদছে কেবল হা।
বুকের ভেতর ক্লিওপেট্রা মোনালিসার হাসি
শাজাহানের তাজমহল গ্যালিলিওর ফাঁসি
বুকের ভেতর বিশ্বাসঘাতক মীরজাফরের চোখ
তবুও আমার বুকের ভেতর কবিতা আনন্দলোক।
২৯,০১,২১